টাইফয়েড টিকা নিবন্ধন অনলাইনে || Typhoid vaccine registration

 টাইফয়েড টিকা নিবন্ধন অনলাইনে

টাইফয়েড টিকা নিবন্ধন অনলাইনে

টাইফয়েড টিকা কার্যক্রম আগামী ১সেক্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।যে সকল শিশুর বয়স ৯ মাস থেকে ১৫ বছর শুধু মাত্র তাদেরকেই দেওয়া হবে টাইফয়েড টিকা।টাইফয়েড টিকা নিবন্ধন করার জন্য শিশুর দরকার হবে কী?

  • শিশুর জন্মনিবন্ধন
  • শিশুর জন্মতারিখ (দিন/মাস/বছর)
  • সতের সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার(Birth Registration Number)
  • লিঙ্গ (ছেলে/মেয়ে)

টাইফয়েড টিকা নিবন্ধন অনলাইনে 

টাইফয়েড টিকা নিবন্ধন করার জন্য স্মাট ফোন বা কম্পিউটার দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারেন।প্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিবো।তার পর নিচে দেওয়া সরকারী এই ওয়েব  সাইডে প্রবেশ করে নিবো।

টাইফয়েড টিকা নিবন্ধন অনলাইনে

এখানে ক্লিক করে প্রবেশ করেন 

টাইফয়েড টিকা নিবন্ধন

টাইফয়েড টিকা নিবন্ধন

সরকারি ওয়েব সাইডে প্রবেশ করার পর নিবন্ধন করুন নামক একটা লিংক দেখতে পাবেন এখানে ট্যাপ করে দিন।টাইফয়েড টিকা নিবন্ধন করুন যে শিশুর টিকার জন্য আবেদন করবেন অব্যশই এই শিশুর জন্মনিবন্ধন অনলাইনে থাকতে হবে।নিবন্ধন করুন এই লিংকে ট্যাপ করে প্রবেশ করে দিলে একটা বস্ক চলে আসবে এখানে আপনাকে ফরম পূরন করতে বলা হবে তা সঠিক ভাবে ফিলাপ করে নিন।
আপনার শিশু কে টাইফয়েড টিকা নিবন্ধন করুন

  • জন্মতারিখ (দিন/মাস/বছর)
  • জন্ম নিবন্ধন সনদ নাম্বার (২৪৪১১১১৫৭৮৭৬৪৩০৯৮)
  • লিঙ্গ (নারী /পুরুষ) 
  • ক্যাপচা কোড (AGFJ5R)

কোডটি লিখুন।তার পর নিচে দেওয়া আছে (যাচাই  করুন)এখানে ক্লিক করে দিন।তার পর শিশুর সকল তথ্য সো করবে।

টাইফয়েড টিকা নিবন্ধন ওয়েবসাইট

  • জন্মতারিখ (দিন/মাস/বছর)
  • জন্ম নিবন্ধন সনদ নাম্বার (২৪৪১১১১৫৭৮৭৬৪৩০৯৮)
  • লিঙ্গ (নারী /পুরুষ)
  • মাতার নাম
  • পিতার নাম
  • মোবাইল ফোন নাম্বার
  • ইমেইল
  • পাসপোর্ট নং
  • বর্তমান ঠিকানা সিলেক্ট করে নিন 
  • বিভাগ
  • জেলা
  • থানা
  • পৌরসভা
  • ইউনিয়ন
  • ওয়াড
  • গ্রাম/মহল্লা/পাড়া
  • হোল্ডিং নং

তার পর সাবমিট অপশনে ক্লিক করবেন।এখন আপনার মোবাইল ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে এই কোডটি বসিয়ে আবার সাবমিট করে দিন

টাইফয়েড টিকা কার্ড ডাউনলোড

।এখন আপনার নিবন্ধন টি সফল হয়েছে। 

টাইফয়েড নিবন্ধন মোবাইল দিয়ে।

নিবন্ধন টি সফল হওয়ার পর নিচে দেখতে পারবেন দুটি টিকার অপশন দেওয়া আছে

টাইফয়েড টিকা ভ্যাকসিন

  • টাইফয়েড 
  • মেনিনজাইটিস

এখন আপনি টাইফয়েড নিবন্ধন  অপশনটিতে ক্লিক করে দিন।তার পর আাবার টাইফয়েড নিবন্ধন  অপশন চলে আসবে এখানে ক্লিক করে দিন।এখন নিচের দুটি অপশন দেওয়া আছে 

টাইফয়েড টিকা নিবন্ধন অনলাইনে

  • ১ম:শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৯ম ও সমমান পযর্ন্ত সকল শিক্ষার্থী
  • ২য়:শিক্ষা প্রতিষ্ঠান বহিভূত ৯ মাস থেকে ১৫বছরের কম বয়সী সকল শিশু।

এখানে একটা বিষয় মনে রাখবেন যদি আপনার শিশু শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাহলে ১ম টি দে ক্লিক করে নিতে হবে এবং নিবন্ধন করে নিতে হবে।তারা শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা পাবে।

আর যদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা না করে তাহলে ২য় অপশনে ক্লিক করে নিবন্ধন করে নিতে হবে।তারা টাইফয়েড টিকা পাবে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স এ।

আমি ১ম:শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৯ম ও সমমান পযর্ন্ত সকল শিক্ষার্থী এখানে ক্লিক করে দিলাম।

টিকা কার্ড ডাউনলোড

  • বিভাগ
  • জেলা
  • থানা
  • ইউনিয়ন
  • কোন শ্রেনীতে অধ্যায়নরত
  • পৌরসভা
  • শিক্ষা প্রতিষ্ঠানের নাম

তারপর সাবমিট এ ক্লিক করে দেন।টিকা কার্ড ডাউনলোড করে নিন

টাইফয়েড টিকা নিবন্ধন কার্যক্রম শুরু

।টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হলে মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।টিকা কার্ড সঙ্গে নিয়ে টিকা নিন ধন্যবাদ।
  • টিকা কার্ড কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয়এক নজরে দেখে নিন চাতলপাড় ইউনিয়ন
চাতলপাড় ইউনিয়ন দেখতে ক্লিক করেন
Keyword
শিশু টিকা কার্ড রেজিস্ট্রেশন
টাইফয়েড টিকা
টাইফয়েড টিকা নিবন্ধন অনলাইনে

3 Comments

প্রিয় ভিজিটর আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।এই পোস্ট টি সোসাইল মিডিয়ায় শেয়ার করে সাপোর্ট দিন।

  1. গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য ধন্যবাদ

    ReplyDelete
  2. ভাল তথ্য

    ReplyDelete
  3. সঠিক নিয়ম

    ReplyDelete
Previous Next

نموذج الاتصال