দুবাই ভিসা কী?
passport Number diye Dubai visa check
ধাপ ১:দুবাই ভিসা হল,তুমি যে রাষ্টের নাগরিক সে রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাওয়ার জন্য তোমার যে ভিসা তা দুবাই গভমেন্ট সরকার অনুমোদন দিয়েছে তাকেই বলে দুবাই ভিসা। দুবাই যাওয়া জন্য তোমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভুমিকা রাখে যেমন:তোমার পাসপোর্ট আগে দুবাই রাষ্ট্রে প্রেরণ করতে হবে তার পর দুবাই গর্ভমেন্ট সরকার এই ভিসা অনলাইনে চেক করে যাচাই বাচাই করে তোমাকে সম্মতি দেয়।প্রবাসী ভাই বোনদের আমরা সব সময় একটা কথা বলে থাকি।তুমি যে কোনো রাষ্ট্রে যাও আর যাওয়ার আগে অবশ্যই তোমার ভিসা অনলাইনে চেক করে নিবেন।ভিসা চেক করতে কোন বিষয় তোমার মনে রাখতে হবে তা আলোচনা করবো।
দুবাই ভিসা অনলাইনে চেক
Dubai visa online check
ধাপ ২:দুবাই ভিসা চেক করার জন্য তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে।দুবাই ভিসা চেক করার জন্য তোমার প্রয়োজন হবে:
- Passport Number(পাসপোর্ট নাম্বার)
- Date of birth(জন্ম তারিখ)
এখন তুমি তোমার হাতের স্মার্ট ফোন দিয়ে অথবা কম্পিউটার ব্যবহার করে দুবাই ভিসা চেক করতে পারবেন যে কোনো সময়।সর্ব প্রথম আপনাকে Google chrome browser সিলেক্ট করে নিতে হবে।তার পর সার্চ ইনপুট বক্সে দুবাই লিংক প্রবেশ করেন বা Google এ search করেন দুবাই ভিসা চেক ।তোমার সামনে অনেক গুলো লিংক হাজির হবে তখন তুমি কাতার সরকারি অফিসিয়াল ওয়েবসাইট https://smartservices.icp.gov. প্রবেশ করেন।
এখন তোমাকে ওয়েব সাইডের নেব ভার মেনুতে ক্লিক করলে অনেক লিংক দেখতে পাবেন এখান থেকে public Services
একটা লিংক দেয়া আছে এই লিংকে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে এই পেইজে প্রবেশ করে। fix validatiy
একটা অপশন দেখতে পাবেন এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে তার পর তোমার সামনে মূল পেইজ আসবে আসার পর তুমি সম্পূর্ণ ইনপুট সটিক ভাবে ফিলাপ করতে হবে।যে সকল তথ্য আপনার ইনপুট গুলো দরকার হবে তা নিচে উল্লেখ করা হয়েছে:
- File no Information(ফাইল নাম্বার সিলেক্ট)
- Visa(ভিসা সিলেক্ট)
- Unifide number or visa number(ভিসা নাম্বার)
- Date of birth(জন্ম তারিখ)
- Nationality(জাতীয়তা)
- reCapcha code(রি ক্যাপচা)
সঠিক ভাবে ফিলাপ করার পর একটু নিচে Search অপশনে ক্লিক করলে সম্পূর্ণ তথ্য চলে আসবে।আর সে তথ্য এর ভিতরে দেওয়া আছে ডেইট এক্সপেয়ার বেলেডিটি
ভিসা আসল না নকল চিনার উপায়
ধাপ ৩:দুবাই ভিসা আসল নকল চিনার উপায় হল,তুমি যখন পাসপোর্ট নাম্বার এবং এপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করবেন তখন তোমার ভিসার সকল তথ্য চলে আসবে।এই ভিসাতে দেওয়া আছে তোমার গুরুত্বপূর্ণ তথ্য আর যে সকল তথ্য দেখে তুমি আসল নকল চিনতে পারবেন যেমন:
- Your name(তোমার নাম)
- Father name(পিতার নাম)
- Mother name(মাতার নাম)
- Passport Number(পাসপোর্ট নাম্বার)
- Visa Number(ভিসা নাম্বার)
- Company name(কোম্পানি নাম)
- Work Reson(কাজের ধরন)
- Sponsors name(কোম্পানি কাজ সম্পর্কে)
একটা কথা মনে রাখবেন তোমার ভিসায় যদি ইংরেজিতে RESIDENT লেখা থাকলে তাহলে তুমি বুঝবে যে তোমার ভিসা সঠিক আছে,আর যদি Tourist লেখা থাকে তাহলে বুঝবে যে তুমি ঘুরতে যাচ্ছো।এই বিষয় গুলো তোমাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে।
দুবাই ভিসা ডাউনলোড
Dubai visa Download
ধাপ ৪:দুবাই ভিসা চেক করে ডাউনলোড কীভাবে করতে হয়,সর্ব প্রথম তোমার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে photo editor apps install করে নিবেন তার পর pdf ফাইল ওপেন করে jpg তে কনভার্ট করে নিবেন। তুমি যখন চেক করবেন তার নিচে একটা ডাউনলোড আইকন দেওয়া আছে এই আইকন বাটনে ক্লিক করলে দুবাই ভিসা ডাউনলোড হয়ে যাবে।তার পর তুমি যেকোনো সময় তা প্রিন্ট করে নিতে পারবেন।প্রিয় ভিজিটর পরিশেষে একটা কথা বলে থাকি আমাদের আজকের আর্টিকেল টি যদি তোমার উপকারে আসে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।আর যদি অন্য বিষয়ে জানতে চান তাহলে ও জানাবেন তোমাদের অবশ্যই সাহায্য সহযোগিতা করবো।ধন্যবাদ প্রিয় ভিজিটর।
সুন্দর একটা পোষ্ট
ReplyDeleteNice post
ReplyDelete