জমির খতিয়ান চেক || নতুন নিয়মে খতিয়ান চেক ২০২৩ ||অনলাইনে খতিয়ান চেক

সজীব
1

খতিয়ান অনলাইনে চেক করার নিয়ম
জমির খতিয়ান চেক,অনলাইনে খতিয়ান চেক করার নিয়ম


খতিয়ান কী?
খতিয়ান হল আপনার দাদা,নানা,বাবার পুরানতন,নতুন,জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন ঝামেলার কারনে অনেক সময় জমির''আর এস''বি এস''সি এস''খতিয়ান চেক করার প্রয়োজন হয়।খতিয়ান এর মাধ্যমে আমাদের জায়গা জমির রেকর্ড সরকারি ওয়েবসাইট এর ডাটাবেইজে সংরক্ষিত থাকে।যাতে করে বাংলাদেশের জনগন ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট সাইট থেকে জমির খতিয়ান চেক করতে পারে অথবা ডাউনলোড করতে পারে।আর খতিয়ান অনলাইন থেকে ডাউনলোড অথবা চেক করতে কী কী লাগতে পারে এখন এই বিষয় নিয়ে আলোচনা করা যাক।এই খতিয়ান বিষয় টা ভাল করে বোঝাার জন্য সম্পূর্ণ আর্টিকেল ভাল করে পড়ে নিবেন তাতে করে আপনার উপকার হবে।

আর এস খতিয়ান অনলাইন চেক

 অনলাইনে আপনার জায়গা জমির খতিয়ান বা রেকর্ড বের করতে কী লাগবে?খতিয়ান চেক করার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।খতিয়ান সেবা জনসাধারণ এর জন্য বিশাল একটা প্লাটফর্ম যেখানে আপনি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট থেকে জমির খতিয়ান চেক করতে পারবেন বা ডাউনলোড করতে পারেন। তার জন্য আপনাকে প্রথমেই দরকার হবে ,
  • বিভাগ
  • জেলা
  • উপজেলা
  • গ্রাম
  • মৌজা
  • দাগ নাম্বার
  • জমির মালিকের নাম
  • জমির খতিয়ান নম্বার
  • আর এস নাম্বার
  • সি এস নাম্বার
  • বি এস নাম্বার
এই সকল তথ্য  প্রদান করে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েব সাইট থেকে খতিয়ান খুব সহজেই যাচাই করে নিতে পারবে।প্রিয় ভিজিটর এখন আপনাকে নিচের পদ্ধতি অনুযায়ী আর্টিকেল টি পড়তে হবে।

খতিয়ান চেক করার নিয়ম 

প্রিয় ভিজিটর আপনার জমির খতিয়ান চেক করার জন্য বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে,প্রবেশ করার পর দেখতে পাবেন খতিয়ান একটা লিংক দেয়া আছে ওই লিংকে ক্লিক করলে নতুন একটা উইন্ডো বা পেজ ওপেন হবে,এখন আপনাকে আপনার জেলা,বিভাগ উল্লেখ করোন এবং ''আর এস''বা ''দাগ নাম্বার'' সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য গুলো উল্লেখ করে ''অনুসন্ধান''বাটনে চাপ দিন বা ক্লিক করোন।

জমির খতিয়ান ডাউনলোড

 প্রিয় ভিজিটর আপনি আপনার হাতের স্মার্ট ফোন দিয়ে খতিয়ান অনলাইনে চেক করতে পারবেন অথবা ডাউনলোড ও করতে পারবেন।এর জন্য আপনার হাতে থাকা মোবাইলে Google chrome browser সিলেক্ট করে নিতে হবে।এর পর ব্রাউজার এর search or web address এ খতিয়ান চেক অথবা Eporcha লিকে সার্চ করলেই www.eporcha.gov.bd এই ওয়েবসাইট টি চলে আসবে।তার পর আপনাকে ওয়েব  সাইডে প্রবেশ করতে হবে,সাইডে প্রবেশ করার পর আপনার সামনে কিছু লিস্ট দেওয়া থাকবে যেমন:


  • সার্ভে খতিয়ান
  • নির্দেশিকা
  • নাম জারি খতওয়ান
  • মৌজা ম্যাপ
  • আবেদনের অবস্থা
এখন আপনাকে সার্ভে খতিয়ান সিলেক্ট করলে নতুন একটা পেজ  ওপেন হবে সেখানে দেওয়া আছে বিভাগ :সর্ব প্রথম আপনাকে আপনার বিভাগ বাছাই করে নিন নিচে ছবি আকারে দেওয়া হল:


  • ''বিভাগ''সিলেক্ট করে নিন
  • ''জেলা''সিলেক্ট করে নিন
  • ''উপজেলা'' সিলেক্ট করে নিন
খতিয়ান এর ধরন যেমন:
  • ''বি আর এস''
  • ''বি এস''
  • ''সি এস''
  • ''আর এস''
  • ''এস এ''
  • সিলেক্ট করে নিন।
মৌজা সিলেক্ট করে নিন :যেমন:
  • বড়নগর
  • বেকীনগর
  • ফকিরদিয়া
  • কচুয়াদিঘী
  • বালিখোলা
  • খাগালিয়া
  • নাছিরপুর
  • পিয়ালাপুর
  • ভিটাডুবী
  • আশুরাইল
  • পূর্ব ইছাপুর
  • নাসিরনগর ইত্যাদি।
৫.খতিয়ান নিবার্চন করোন:আমরা যেহেতু ''আর এস''দিয়ে খতিয়ান চেক করবো সেহেতু ''আর এস''সিলেক্ট  করে নিতে হবে।আর আপনি যদি  ''সি এস''দিয়ে অথবা ''দাগ নাম্বার''বের করতে চান তাহলে একই নিয়ম অনুসরণ করতে হবে।
৬.দাগ নাম্বার,খতিয়ান নাম্বার বা,জমির মালিকের নাম সিলেক্ট  করে নিতে হবে।তার পর ''খুঁজুন''বাটনে ক্লিক করোন।প্রিয় ভিজিটর এখন দেখতে পাবেন ছবি আকারে একটা তথ্য আপনার সামনে দেখাবে আর এর মধ্যেই রয়েছে আপনার জায়গা জমির দাগ নম্বর ছবিটা দেখতে কেমন হবে তা নিচে দেওয়া হল।

জমির খতিয়ান সার্টিফিকেট ডাউনলোড

জমির খতিয়ান এর ফরম আবেদন করতে কী লাগে?আপনি যে জেলা থেকে আবেদন করবেন সে জেলা সিলেক্ট করলে এমন ভাবে একটা পেজ আসবে।তার আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে যেমন: বাংলায় লিখতে হবে
  • আপনার জাতীয় পরিচয় নম্বর
  • জন্ম তারিখ
  • মোবাইল নম্বর
তার পর আপনার তথ্য আবার ইংরেজি দিতে হবে।
  • নাম ইংরেজিতে
  • ইমেইল
  • ঠিকানা
এখন আপনাকে আবেদন এর ধরন নির্বাচন করোন
সার্টিফাইড কপি
এখন আপনাকে বিকাশ থেকে ১০০ টাকা পেমেন্ট করে পরবর্তী ধাপে চলে যাবেন।তার পর লেখা  আছে কয় দিন পর আপনার অনলাইন সার্টিফাইড কপি পাবেন।১থেকে ৫দিন পর খতিয়ান ডাউনলোড করতে পারবেন।পরিশেষে একটা কথা বলি এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এই যোগে অনলাইন থেকে সব ধরনের ইনফরমেশন আপনি পাবেন।আজকের এই আর্টিকেল যদি আপনার ভালো লেগে তাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ প্রিয় ভিজিটর

Post a Comment

1Comments

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।আমাদের সাইট ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন।আপনাদের মতামতের উপর ভিত্তি করে পোস্ট করা হবে ধন্যবাদ।

  1. গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

    ReplyDelete
Post a Comment