ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগর ভলাকুট ইউনিয়ন দূর্গাপুর গ্রাম ধান কাটার মৌসুম

নাসিরনগর প্রতিনিতি:
ভলাকুট ইউনিয়ন দূর্গাপুর গ্রাম ব্যুরোধান কাটা শুরু হয়ে গেছে।বয়স্কদের সাথে তাল মিলিয়ে ছোট ছোট তরুন বালক ছেলেরা ও বৈশাখে ধান কাটা নিয়োজিত হয়ে ব্যুরো ধান ঘরে তুলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।এই হাড়রে গড়ে প্রায়২০০ হেক্টর জমি রয়েছে।এই অপুন্ত দুপুরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষক তার সোনালী ধান ঘরে তুলে।কৃষক তার ঘাম ঝরানো পরিশ্রম করে হাজার হাজার মানুষের খাবার ঘরে তুলে রাখে,তবে কৃষক তার বিন্দু মাত্র কষ্ট শিকার করে না।এই হাড়রে গত বছের তুলনায় এই বছর ধান কম হয়েছে,বেশির ভাগ ফসলের জমিতে চিতায় হয়ে গেছে।তাই আশানো রূপ ফসল কৃষক আশা করতে পারেনি।প্রতিনিধি আরো জানিয়েছেন যে এবার আবহাওয়া ভাল থাকায় কৃষক ধান তুলতে কোনো সমস্যা হচ্ছে না।

দূর্গাপুর গ্রামের অনেক কৃষক জানিয়েছে এই বছর ২৮ ধান আশানো রূপ ফসল উৎপাদন হয়নি।বেশিরভাগই নষ্ট হয়েগেছে।তবে তাদেকে যদি সরকার থেকে ভর্তিকী দেওয়া হয় তবে তারা কিছুটা ক্ষতি পুশিয়ে নিতে পারবে।
read also:নাসিরনগর টু অরুয়াইল রাস্তার কাজ চলমান